পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে নীলফামারীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান বিপ্লব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম বিশ্বাস। বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আগামী নির্বাচন দেশে আরও ফ্যাসিস্ট শক্তি জন্ম দেবে এবং দুর্নীতি বৃদ্ধি...