এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশের। এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও। এত যদি কিন্তু সমীকরণের মাঝে আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে টস জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে হারা লিটন দাসরা আজও প্রথমে ব্যাটিং করবেন। বাঁচা-মরার ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। আর প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, পারভেজ...