মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।তবে ২০২৬ সালে প্রতি আউন্স চার হাজার ডলারের মাইলফলক অতিক্রম করার আগে একটি সুস্থ সংশোধনীর সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন।ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, এ ক্ষেত্রে দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে। তবে মূল বিষয় হলো, ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে, এমনটা প্রত্যাশা।সিএমই ফেডওয়াচ টুল অনুসারে,...