সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গুলশান থানায় করা মামলায় ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আওয়ামী লীগ কর্মী খায়রুল খান জুয়েল।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।এদিন আসামিকে আদালতের হাজতখানায় এনে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।মির্জা ফখরুল- মির্জা আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতিমামলা সূত্রে...