এশিয়া কাপের ১৭তম আসর চলছে। আজ নবম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়। সেই ম্যাচে বিপক্ষে জয়ে মিশন শুরু করা বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ে শঙ্কিত। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলে টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে এই ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ আজ টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলছে। বাংলাদেশ:তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকে), তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানিস্তান:রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, করিম...