কাতারে ইসরাইলের হামলার পর বিশেষ বার্তা নিয়ে তেলআবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। ইসরাইলি সফর শেষে এবার মঙ্গলবার কাতার গেলেন রুবিও। এ সময় ইসরাইল গাজা সিটির মূল স্থল আক্রমণের ধাপ শুরু করেছে। রুবিও কাতারে সফর করলেন দেশটিতে হামাস নেতাদের ওপর ইসরাইলের বিমান হামলার কয়েক দিন পর, যা দোহা ‘কুৎসিত ও বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করেছে। এই হামলা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা আরও গভীর করেছে। দোহায় যাওয়ার সময় রুবিও বলেন, গালফ রাষ্ট্র কাতারই একমাত্র বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী, যা এই সংঘাতের সমাধান করতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি পৃথিবীতে কোনো দেশ এই সংঘাত শেষ করতে পারে, তা হলো কাতার।’ আরও পড়ুনআরও পড়ুনইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী লিখলেন ‘গাজা...