আগামী বছর জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রেসিডেন্ট পদের জন্য ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দোহায় আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা আরও জানান, কাতারে ইসরায়েলি হামলাকে বেআইনি বলে মনে করে বাংলাদেশ। দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে আরব দেশগুলোর সঙ্গে সায় দিয়েছে ঢাকা। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় ৬ জন। এ ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশসহ অনেক দেশ। এরপর কাতারে জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওআইসি-সহ আরব নেতারা। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশে ফিরে তিনি জানান, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে যখন, তখন এমন হামলা মেনে নেওয়া যায়...