বিভিন্ন অনিয়মের অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক জুয়েল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ। দুদকের এই কর্মকর্তা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদফতর সারা দেশে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুদকে অভিযোগ আসে— তারা অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। এসব অভিযোগের পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় খেবে মঙ্গলবার অভিযান চালানো হয়।...