শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসক বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একীভূত হতে যাওয়া ৫ ব্যাংক বিলুপ্ত করে নতুন একটি শরীয়াহভিত্তিক ব্যাংকের নামে সম্পদ ও দায় হস্তান্তর করা হবে। শতভাগ সরকারি মালিকানায় হবে নতুন শরীয়াহভিত্তিক ব্যাংকটি। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রশাসক নিয়োগের পর ওই পাঁচ ব্যাংকের পরিচালক পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে জানিয়ে আরিফ হোসেন বলেন,...