খবর টি পড়েছেন :২৮৯সরকারের নতুন আইনের কারণে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সরের চুক্তি বাতিল করেছিল ড্রিম ইলেভেন। যদিও স্পনসরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অপেক্ষা দীর্ঘ হলো না। সংস্থাটির নতুন স্পনসর হয়েছে অ্যাপোলো টায়ার্স। এজন্য ভারতীয় ক্রিকেটের শীর্ষ সংস্থাকে মোটা অঙ্কের অর্থ দিতে হবে টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে।নতুন স্পনসরে বেশি লাভবান হলো বিসিসিআই। তাদের সঙ্গে অ্যাপোলো টায়ার্সের চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ৩ বছরের চুক্তিতে হরিয়ানাভিত্তিক টায়ার কোম্পানিটি থেকে ৫৭৯ কোটি রুপি পাবে বিসিসিআই। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। চুক্তির সময়কালে ভারতীয় দল দ্বিপাক্ষীক সিরিজে ১২১টি ম্যাচ খেলবে। এছাড়া আইসিসির টুর্নামেন্টে অন্তত আরও ২১টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে ৪ কোটি ৫০ লাখ রুপি দেবে অ্যাপোলো টায়ার্স। যেখানে আগে প্রতি ম্যাচে ড্রিম ইলেভেনের কাছ...