গাজায় হামলায় আর উদাসীন থাকবে না নরওয়ে ফুটবল ফেডারেশন, সে খবর আগেই দিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ম্যাচের টিকিট বিক্রির অর্থ কয়েক লাখ ডলারে পৌঁছাবে। যার পুরোটুকু তারা গাজায় বসবাসরত জনগণের জন্য বরাদ্দ রাখবে। ফেডারেশনটি জানাল, অর্থ নোবেলজয়ী সংস্থা ‘ডক্টরস উইথআউট বর্ডার্স’র মাধ্যমে পাঠাবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১১ অক্টোবর অসলোতে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরায়েল। নরওয়ে ফুটবল সোমবার ঘোষণা করেছে, ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিটের সমস্ত রাজস্ব গাজায় মানবিক সহায়তার জন্য নোবেলজয়ী সংস্থাটির মাধ্যমে দান করবে। অক্টোবরে উল্লেভাল স্টেডিয়ামে ম্যাচের ২৩,০০০ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ম্যাচ থেকে কয়েক লক্ষ ডলার মুনাফা হবে বলে আশা করা হচ্ছে, যার পুরোটাই গাজার বেসামরিক নাগরিকদের সহায়তায় দান করা হবে। নরওয়ের বৃহত্তম বিনিয়োগ সংস্থাগুলোর একটি এই উদ্যোগের জন্য অতিরিক্ত ৩ লাখ ডলার...