ভারতের উত্তরাখণ্ডে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেহরাদূনের উত্তাল নদীতে একদল শ্রমিক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে সবার সামনে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত ছয়জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উত্তরাখণ্ডের দেহরাদূনে মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তমসা নদী। তার মাঝে আটকে পড়ে একটি ট্র্যাক্টর। কোনওমতে সেই ট্র্যাক্টর আঁকড়ে দাঁড়িয়ে ছিলেন প্রায় ১০ শ্রমিক। ‘বাঁচাও’ বলে চিৎকার করে হাত নাড়ছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তীরে দাঁড়িয়ে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাওয়ার আগেই সবার চোখের সামনে প্রবল স্রোতে ট্রাক্টর উল্টে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব শ্রমিক পানির নিচে তলিয়ে যান। নদীর তীরে দাঁড়িয়ে থাকা মানুষজনকে তখন আতঙ্কে ছুটোছুটি ও চিৎকার করতে দেখা যায়। প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা খননকাজে...