বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে শুরু হয় রদবদল। প্রথম ধাপে গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও গভর্নরের নীতি উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়। তারা সবাই ছিলেন চুক্তিভিত্তিক কর্মকর্তা। এবারই প্রথম একজন নিয়মিত কর্মকর্তার পদত্যাগ ঘটল। মেজবাউল হক দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন- পেমেন্ট সিস্টেম, আইটি এবং অফসাইট সুপারভিশনের দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পান। তবে তার দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। বিশেষ করে, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়...