সীমাহীন লুটপাটে সংকটে পতিত হওয়া শরিয়াভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুযায়ী একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে দুই বছর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা শেষে এ তথ্য জানান ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান। তিনি বলেন, এই উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই কার্যক্রম শুরু হবে। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। মুখপাত্র বলেন, একীভূতকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগবে। তবে কার্যক্রম শুরুর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। খুব শিগগিরই এটি দেখা যাবে। এই একীভূতকরণ প্রক্রিয়া পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম গঠন করা হবে। তবে ব্যাংকের...