রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সাদ্দাম মন্ডলকে ফরিদপুর জেলার কোতয়ালী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানার ধুলদি তানিয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দেওয়া তথ্যমতে, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সাদ্দামসহ কয়েকজন রাজবাড়ী সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিম আমজাদ খানের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়...