যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে সদস্য করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক-বর্তমান খেলোয়াড়রা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তারা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কাজী ইনাম পূর্বে যশোর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও তার কার্যক্রম ক্রীড়া উন্নয়নের চেয়ে বাধা সৃষ্টি করেছে বেশি। তাদের দাবি, স্টেডিয়ামে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। প্রতিবাদকারীরা প্রশ্ন তোলেন, কীভাবে এবং কার সুপারিশে তাকে অ্যাডহক কমিটির সদস্য করা হলো। অভিযোগ করা হয়, ব্যক্তি স্বার্থে কাজী ইনাম সংস্থাকে ব্যবহার করেছেন, যা বর্তমান ক্রীড়াঙ্গনের অচলাবস্থা আরও জটিল করে তুলবে। তারা বলেন, গত ১৪ বছর ধরে যশোর জেলা...