১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ বিনামূল্যের (এফওসি) ফেব্রিক্স খালাশ করায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৩৮ কোটি ৭১ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও নং ২৩৪-আইন/২০২৫/৫৬/কাস্টমস অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বিগত নিরীক্ষা মেয়াদের রপ্তানির ৫০ শতাংশ পর্যন্ত বিনামূল্যের সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারে। এর বেশি হলে সংশ্লিষ্ট কমিশনারেটের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু তদন্তে দেখা গেছে, সাভারের মেসার্স এন এইচ অ্যাপারেলস লিমিটেড ২৩ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ২২৪ কেজি ফেব্রিক্স রপ্তানি করেছে। সেই অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রাপ্য সুবিধা ছিল ১ লাখ ১৮ হাজার ১১২ কেজি। কিন্তু ২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত আমদানি করা ফেব্রিক্সের পরিমাণ দাঁড়ায় ১১ লাখ...