ধর্ষণ মামলার চার মাস অতিবাহিত হওয়ার পরও কিশোরগঞ্জ জেলার ভৈরব সার্কেল কর্মরত এএসপি নাজমুস সাকিবকে গ্রেপ্তার না করায় বাদীর ক্ষোভ প্রকাশ করেছেন । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে মামলার বাদী জনতা ব্যাংকের নারী কর্মকর্তা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বাদী আরও বলেন, এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করার বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার ডিআইজি ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারকে লিখিতভাবে জানানোর পর তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে মামলার তদন্তকে প্রভাবিত করে যাচ্ছে। আসামি কর্মরত থাকায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বলে মনে করেন এবং বাদী এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ২০ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলাটি করলে ট্রাইব্যুনালের বিচারক মো. শওকত আলী,...