১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত গণশুনানিতে অংশগ্রহণকারী অসচ্ছল ও অভাবী মানুষকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সাপ্তাহিক গণশুনানির দিনে জেলা প্রশাসক মোহাম্মদ দোলার হোসেন তার দপ্তরে শতাধিক মানুষের নানা সমস্যা শোনেন। এসময় তিনি তাৎক্ষণিকভাবে ৩টি পরিবারের মাঝে সেলাই মেশিন এবং আরও ৩টি পরিবারকে ফেরি করে বিক্রির বিভিন্ন উপকরণ সরবরাহ করেন। ‘৮৪ ইভেন্ট’ ও ‘আল সিফা মেডিকেল সার্ভিসেস’-এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এসএনডিসি’র আয়োজনে অসচ্ছল পরিবারগুলোর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় সমাজসেবা অধিদপ্তরের বরিশাল অফিসের সহকারী পরিচালক ও ৮৪ ইভেন্ট-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ এবং আল সিফা মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক সায়লা ফারজানা স্বর্ণা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আগত সাক্ষাৎপ্রার্থীদের হাতে গাছের চারা...