মাগুরার মহম্মদপুরের জাঙ্গালীয়া গ্রামে চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে জাঙ্গালিয়া গ্রামের তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ছয়শ’ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসী সকাল সাড়ে ছয়টার দিকে ইসরাফিলকে তার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে পূর্বনারায়নপুর গ্রামের ইমরুলের মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে খুঁজছিল স্থানীয়রা। অবশেষে মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে পিটিয়ে হত্যা করা হয়। মহম্মদপুর থানার অফিসার...