গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে গণহত্যার যে পাঁচটি ধারা রয়েছে, তার মধ্যে চারটি ধারা অনুযায়ী ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সেখানে গণহত্যা চালিয়েছে। খবর আল-জাজিরা ও বিবিসির। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে গণহত্যার যে পাঁচটি ধারা রয়েছে, তার মধ্যে চারটি ধারা অনুযায়ী ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সেখানে গণহত্যা চালিয়েছে। খবর আল-জাজিরা ও বিবিসির। ধারা ৪টি হলো- কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের হত্যা, তাদের গুরুতরভাবে শারীরিক ও মানসিক ক্ষতি করা, পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করা এবং জন্ম প্রতিরোধ করা। ৭২ পাতার তদন্ত প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এই তদন্ত...