সম্প্রতি উইন্ডোজ ১১-এর বেটা প্রিভিউ বিল্ডে নতুন বেশ কিছু ফিচার যোগ করেছে মাইক্রোসফট। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নেটওয়ার্ক ফ্লাইআউট থেকেই সরাসরি ইন্টারনেটের গতি পরীক্ষা করার অপশন। প্রযুক্তি বিষয়ক সাইট নিওউইন জানিয়েছে, একজন এক্স ব্যবহারকারী প্রথম ফিচারটি নজরে আনেন। তার স্ক্রিনশটে দেখা যায়, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশেই যুক্ত হচ্ছে একটি নতুন ‘স্পিড টেস্ট’ বাটন। পাশাপাশি নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্ট শর্টকাট যুক্ত থাকবে। এটি থাকবে নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিংস অপশনের সঙ্গে। তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো টুল নয়। এটি আসলে ব্যবহারকারীকে সরাসরি বিং এর স্পিড টেস্ট টুলে নিয়ে যায়। যদিও নেটিভ ফিচার নয়, তবু সহজে অ্যাক্সেসযোগ্য হওয়ায় ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত সংস্করণে ফিচারটির ধরন বা অবস্থান পরিবর্তন করতে পারে...