রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুল কাইয়ুম আহাদকে হত্যা ও জাল রায় তৈরির অভিযোগসহ পৃথক দুটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পৃথক দুই আদালতের বিচারক এ আদেশ দেন। খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন বলেন, আজ ঢাকার পৃথক দুই আদালতে খায়রুল হকের পক্ষে জামিন আবেদন করা হয়। এর মধ্যে হত্যা মামলায় তার জামিন নাকচ করেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৮ এর বিচারক জাহাঙ্গীর হোসেন। অপর মামলায় ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম। মামলার এজাহার থেকে জানা গেছে , গত বছরের ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আব্দুল কাইয়ুম আহাদের ওপরে হত্যার উদ্দেশে গুলিবর্ষণ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, টিয়ারশেল, সাউন্ড বোমসহ নানা ধরনের...