মডেল সানাই মাহবুবের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবূ সালেহ মূসা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম আসামিপক্ষে জামিনের আবেদন করেন। নথি থেকে জানা গেছে, গত ৬ আগস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিন আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। আরজিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেই সময় সানাই নিজের ১২ লাখ...