কাতার-সৌদির সমর্থনে হতে যাচ্ছে ট্রাম্প-শাহবাজ বৈঠক। আর সেখানে উপস্থিত থাকছেন পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরও। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। খবরে বলা হয়েছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের সম্ভাব্য ওই বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরও উপস্থিত থাকবেন। সূত্র জানিয়েছে, বৈঠকটি কাতার ও সৌদি আরবের পরামর্শ, সমর্থন ও অনুমোদন নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনাকে পাকিস্তানের কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প-শাহবাজ বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে পাকিস্তানের বন্যা পরিস্থিতি, কাতারে ইসরায়েলি হামলার প্রভাব এবং পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মতো বিষয়গুলো। কূটনৈতিক সূত্র জানায়, রিয়াদ ও দোহা এই ট্রাম্প-শাহবাজ বৈঠককে সমর্থন দিচ্ছে।...