ধানমন্ডির রাশিয়ান হাউসে আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রদর্শিত হবে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাবেরা’। সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ পদক অর্জন করা এই ছবিটি সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের আয়োজনের অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে।এই প্রদর্শনী দুটি দিনের ‘সেলিব্রেটিং সিনেমা’ আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ক্লাবের ৩০ বছরপূর্তি উপলক্ষে এনিগমা টিভির সহযোগিতায় আয়োজন করা হয়েছে। দর্শকদের আধুনিক সিনেমা প্রদর্শনের অভিজ্ঞতা দেওয়ার জন্য পুরো আয়োজন ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) এবং ৭.১ সাউন্ড সিস্টেমে সাজানো হয়েছে।ওই আয়োজনে থাকছে ৩টি মাস্টারক্লাস। চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক রাশিয়ান ক্লাসিকস নিয়ে, প্রফেসর আব্দুস সেলিম রুশ সাহিত্য নিয়ে এবং প্রফেসর সৈয়দ জামাল আহমেদ স্তানিস্লাভস্কি মেথড অ্যাকটিং নিয়ে আলোচনা করবেন।দুই দিনের অনুষ্ঠানে দর্শকরা দেখতে পারবেন ৭টি দেশি-বিদেশি চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে ফ্রম সুরমা (২০২৪,...