মানিকগঞ্জের ঘিওরে স্থানীয় একটি মসজিদের ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় খিড়াই নদী থেকে রফিকুল ইসলামের (৩৮) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে জেলার বিভিন্ন নদী থেকে গত এক সপ্তাহে চারজনের লাশ উদ্ধার করল পুলিশ। রফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। এক বছর ধরে তিনি ঘিওরের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ পড়ানোর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জোহরের নামাজে অনুপস্থিত থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। মঙ্গলবার সকালে খিড়াই নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মসজিদ কমিটির সদস্য হেলাল উদ্দিন বলেন, আমাদের ইমাম সাহেব হঠাৎ এভাবে না ফেরার দেশে চলে গেলেন—বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। ঘিওর থানার ওসি (পরিদর্শক) কোহিনূর ইসলাম...