ডাক্তার না হয়েও দাঁত ও চোখের চিকিৎসা দিচ্ছেন দুই ভাই—এ শিরোনামে দৈনিক কালবেলাতে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল সেবা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হারুন অর রশীদ নামের এক ভূয়া ডাক্তারকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ ছয় বছর ধরে হারুন অর রশীদ “ডাক্তার” লেখা ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছিলেন। তিন থেকে পাঁচশ টাকা পর্যন্ত ভিজিট ফি নিয়ে রোগী দেখতেন। অথচ তিনি দাঁতের চিকিৎসক না হয়েও ভাইয়ের ব্যবস্থাপত্রে চোখের চিকিৎসা দিতেন। অন্যদিকে তার ভাই আব্দুল হাকিম কলাপাড়ায় দাঁতের চিকিৎসক সেজে মহিপুরে চক্ষু চিকিৎসক পরিচয়ে প্রতারণা চালাতেন। কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা...