মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে তারা এ কর্মসূচি শুরু করেন। অনশনরত শিক্ষার্থীরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও বোটানি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী একে এম রাকিব; সাংগঠনিক সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী অপু মুনশি; বাগছাস জবি শাখার আহ্বায়ক ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফয়সাল মুরাদ; সদস্যসচিব ও ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহীন মিয়া; মুখ্য সংগঠক ও ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফেরদৌস শেখ। অনশনকারী শাহীন মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি; বরং নানা অজুহাতে টালবাহানা করছে। তাই আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। আমাদের জীবন দিয়ে হলেও দাবি আদায় করে এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ। আর যদি...