বরগুনায় কোর্ট পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে বিভিন্ন মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতিকে ভাত খাওয়ালেন সাবেক ডিবির ওসি বশির আলম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় বশির আলমসহ ব্যারাকে দায়িত্বরত ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার। বশির আলম আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন। সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন যুবলীগ নেতা আরিফ উল হাসান। ব্যারাকে তার পাশে স্বজনদের সঙ্গে বসে থাকতে দেখা যায় কোর্ট পুলিশ পরিদর্শক ও বরগুনার সাবেক গোয়েন্দা পুলিশের ওসি বশির আলমকেও। ২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়,...