পাকিস্তানের জনপ্রিয় শিশু ইউটিউবার, মুহাম্মদ শিরাজ ও মুসকান, তাদের সোশ্যাল মিডিয়ার আয়কে ইতিবাচক কাজে ব্যবহার করেছেন। ঘুরসেই গ্রামের পুরনো স্কুলকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, যেখানে বড় দাতাদের সহযোগিতাও রয়েছে। এই উদ্যোগ সামাজিক মিডিয়ার প্রভাবকে সৃজনশীল ও সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করার একটি উদাহরণ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শিরাজের পিতা মুহাম্মদ তাকী প্রথমবার স্কুলটির দুরবস্থা একটি ইউটিউব ভিডিওতে তুলে ধরেন, যেখানে দেখা যায় শিশুরা বাইরে বসে পড়াশোনা করছে, ইউনিফর্ম, জুতো বা মৌলিক সুবিধা ছাড়া। পরিবারটি আরও উন্নত জীবনযাত্রার জন্য ইসলামাবাদ স্থানান্তরের কথা ভাবলেও তাকী বলেন, তারা গ্রামের উন্নয়নের জন্য এখানে থাকতে ও কাজ করতে পছন্দ করেছেন। তিনি বলেন, ‘ঘুরসেই গিলগিত-বালতিস্তানের দূরবর্তী এলাকা, এখানে মৌলিক সুবিধা খুবই কম। আল্লাহ শিরাজকে খ্যাতি দিয়েছেন, তখন...