ভারতের বিপক্ষে সাইম আইয়ুবের খেলা দেখলে যে কেউ বলবে, উনি তো দারুণ বোলার। আপনি হয়ত শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রেও অমন বলবেন, ‘কি দারুণ ব্যাটার শাহিন!’ ঝামেলা বেধেছে এখানেই। পাকিস্তান দলে সাইমের দায়িত্ব রান করা, শাহিনের প্রতিপক্ষের উইকেট নেওয়া। কিন্তু দুজনেই দুজনের কাজে ব্যর্থ। বিষয়টি ভালো লাগেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। নিজের মেয়ে জামাই শাহিনকে নিয়ে তাই অসন্তুষ্ট শ্বশুর আফ্রিদি। এশিয়া কাপের মহারণে রানের খাতা না খুলেই আউট হন সাইম। বাকিরাও থাকেন আসা-যাওয়ার মাঝে। একসময় মনে হয় একশোর আগেই গুটিয়ে যাবে পাকিস্তান। সেটা হয়নি শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংসে। চারটি ছক্কা হাঁকান। কিন্তু বোলিংয়ে ছিলেন মিয়ম্রাণ। ভারতের ব্যাটারতের তটস্ত করতে পারেননি, উইকেটও পাননি। সব মিলিয়ে যেন ভূমিকা অদলবদল হয়েছিল। বিষয়টি মোটেও পছন্দ হয়নি শহীদ আফ্রিদির, ‘শাহিন রান করল...