লালমনিরহাটে একাধিক সাংবাদিকের নামে দায়ের হওয়া মামলাকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার চেয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতারা। স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ পত্রিকাটির জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকালের উপজেলা প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামি করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি সাংবাদিক নেতাদের। তাদের দাবি, “তিন সাংবাদিকই নির্দোষ; যা তদন্তেই প্রমাণিত হবে। তাই দ্রুত আইনি প্রক্রিয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে।” স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার সাংবাদিকদের...