হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নেত্রকোণায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোণা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাহরিয়ার, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস, জেলা আনসার কমান্ডার জিন্নাতুল ইসলাম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, র্যাব-১৪ এর ডিএডি জুলহাস, পল্লী বিদ্যুতের জিএম আকরাম হোসেন,...