সিলেট ও মৌলভীবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে দুজনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও শালিশ কেন্দ্র (আসক)। প্রতিষ্ঠানটি বলছে, এ ধরনের ঘটনাসমুহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নাগরিকের নিরাপত্তা অধিকারকে হুমকির মুখে ফেলছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, কোনো অবস্থাতেই হেফাজতে মৃত্যু গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে এই বিষয়ে দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। নাগরিকের জীবন ও মর্যাদা সুরক্ষিত রাখা কেবল সংবিধানগত বাধ্যবাধকতাই নয়, বরং মানবাধিকারের মৌলিক শর্ত।এতে উল্লেখ করা হয়, আসক গভীর উদ্বেগের সাথে লক্ষ করছে যে, সাম্প্রতিক সময়ে দেশে থানা হেফাজতে মৃত্যুর ঘটনা প্রায়শ ঘটছে। গত আগস্টে কক্সবাজারে চকরিয়া থানায় দুর্জয় চৌধুরী, জুলাই মাসে ঢাকার ভাটারা...