নিহত বাদল মিয়া মনোহরগঞ্জ উপজেলার বানদুয়াইন গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমাই হাইওয়ে পুলিশ জানান, আজ দুপুরে দ্রুতগতিতে আসা ঢাকাগামী হিমাচল এক্সপ্রেসের বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পথে একজন মারা যান। এদিকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই দুর্ঘটনায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে গতকাল সোমবার দিনগত রাতে মুরাদনগরে বাড়ির পাশের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে মিনহাজ নামের এক যুবকের...