আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ভেনিজুয়েলার বিপক্ষে ৩–০ ব্যবধানে জয়ের দিনটি তার জন্য বিশেষ আবেগঘন মুহূর্ত ছিল। সেই ম্যাচটিই ছিল দেশের মাটিতে লিওনেল মেসির শেষ আনুষ্ঠানিক খেলা। তবে স্কালোনি আশা প্রকাশ করেছেন, বুয়েনস আয়ার্সে আবারও মেসিকে মাঠে দেখা যেতে পারে, যদিও তা প্রতিযোগিতামূলক ম্যাচ নাও হতে পারে। ২০১৮ সালের আগস্ট থেকে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা মেসির শেষ ম্যাচ দেখেছি সবার মতোই—অনুভূতিটা ছিল ভীষণ আবেগঘন। ওর জন্যই দিনটি বিশেষ ছিল। গোল করেছে, পরিবারকে পাশে পেয়েছে—এগুলোই আসলে সবচেয়ে মূল্যবান। ’ তিনি আরও যোগ করেন, ‘দিনটা ছিল অসাধারণ। হয়তো এটাই শেষ নয়, বুয়েনস আয়ার্সে আবারও খেলার সুযোগ পাবে মেসি। সে অবশ্যই প্রাপ্য। ’ তবে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে এখনই কিছু জানাতে চাননি স্কালোনি।...