গণঅধিকার পরিষদের মিছিলে হামলার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে থানায় আবেদন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনা থানায় এ আবেদন করেন দলটির ছাত্র শাখার সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি। তার দাবি তিনি নিজেও ওই হামলায় আহত হন। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “একটা আবেদন পেয়েছি। ঘটনাটি রমনা থানা এলাকার ভেতর কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” গণঅধিকার পরিষদের ওই নেতার আবেদনে গত ২৯ অগাস্ট দলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের দায়ী করা হয়। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। তখন গণ অধিকার পরিষদের তরফে দাবি করা হয়, তাদের...