পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানের ‘অনেক বড়’ এবং ‘কার্যকর’ সশস্ত্র বাহিনী রয়েছে যারা প্রচলিত যুদ্ধে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠন করা হলে ইসলামাবাদ তাতে যোগ দেবে। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব ও ইসলামিক দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগে তিনি এ কথা বলেছেন। সোমবার রাতে এই সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রকাশিত হয়েছে। আল-জাজিরার পক্ষ থেকে পাক-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়- গাজায় হস্তক্ষেপের জন্য জাতিসংঘের কাঠামো থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠনের বিকল্প কী? এর জবাবে দার বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি ব্যবস্থা তৈরি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যেসব দেশ তাদের কথা শোনে না তাদের উপর অত্যন্ত গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। এটি যেকোনো দেশের জন্য একটি অত্যন্ত গুরুতর অর্থনৈতিক ক্ষতি...