নতুন পোশাক পেয়ে খুশি শেবাচিম হাসপাতালের ২ শতাধিক কর্মচারী NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বরিশাল:শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। নতুন পোশাক পেয়ে খুশি হাসপাতালের সরকারি দুই শতাধিক কর্মচারী। পোশাক বিতরণকালে কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দেন পরিচালক।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪র্থ শ্রেণি পদে কর্মচারী রয়েছেন ১৯৫ জন। এর মধ্যে এমএলএসএস (অফিস সহায়ক) ১০৪ জন, সর্দার ১ জন, পরিচ্ছন্নতা কর্মী ৭৪ জন ও বাবুর্চি ১৬ জন। ফলে কর্মচারীরা ওয়ার্ডে ডিউটিরত থাকলেও কে হাসপাতালের কর্মচারী তা নির্ধারণ করতে পারতেন না রোগী ও স্বজনরা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের সকল স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করার নির্দেশ...