১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারকের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দায় দেখায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির দাবি ‘নাকচ করে দিয়েছে’ আইসিসি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সেখানে বলা হয়, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পাঠানো চিঠিতে পিসিবিকে পরিষ্কার করা হয়েছে যে, ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় পাইক্রফটের কোনো ভূমিকা নেই। গত রোববার একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দেয় ভারত। ম্যাচে টসের সময় এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারতের খেলোয়াড়রা। এমনকি ম্যাচ শেষে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে রাখে তারা যেন পাকিস্তানের খেলোয়াড়রা তাদের সঙ্গে দেখা করতে...