ব্ল্যাক ব্যান্ডের গিটারিস্ট জাহান বলেন, “দীপ একবার ব্ল্যাকের সঙ্গে স্টেজে পারফর্ম করেছিল। সেই স্মৃতি এখন চোখে ভাসছে। খুবই লাজুক এবং ইন্টোভার্ট একটা ক্যারেক্টার ছিল দীপ। ওর মতো ভোকাল খুব কম আছে। দীপের চলে যাওয়া আমাদের জন্য বিশাল লস।”শ্রোতারা তাকে চিনতেন স্টেজের আলোতে দাঁড়ানো দীপ হিসেবে—অবিরাম কণ্ঠে পৃথিবীকে নতুন স্বপ্ন শোনানো মানুষ হিসেবে। কাছে যারা ছিলেন, তারা জানেন—গিটার বা মাইকের বাইরেও তিনি ছিলেন শান্ত, নরম, হাসিমাখা এক মন।হয়তো এটাই সত্যি—একজন শিল্পী কখনো চলে যান না। মানুষটা শরীর নিয়ে চলে যান, কিন্তু তার তৈরি সুর, তার উচ্চারণ, তার ভেতরের আবেগ—সবকিছু চিরকাল আমাদের সঙ্গে থেকে যায়।“রূপালী জ্যোৎস্নায় দাঁড়িয়ে এক বুক অবিনাশী হাহাকারে…” শ্রোতারা তাকে চিনতেন স্টেজের আলোতে দাঁড়ানো দীপ হিসেবে—অবিরাম কণ্ঠে পৃথিবীকে নতুন স্বপ্ন শোনানো মানুষ হিসেবে। কাছে যারা ছিলেন, তারা জানেন—গিটার বা...