নওগাঁ জেলার সাপাহার উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা ও বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদনে আন্তর্জাতিক মানসম্পন্ন ইধহমষধফবংয এঅচ (এড়ড়ফ অমৎরপঁষঃঁৎধষ চৎধপঃরপবং) সনদ অর্জন করেছেন। তিনি আমচাষে জেলার প্রথম কৃষক হিসেবে এ স্বীকৃতি পেলেন। গত ১৪ সেপ্টেম্বর উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিকভাবে তাকে এ সনদ প্রদান করা হয়। মানসম্মত কৃষির স্বীকৃতি ইধহমষধফবংয এঅচ সনদ কৃষি পণ্যের গুণগত মান, নিরাপত্তা ও পরিবেশবান্ধব চাষাবাদের একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। কৃষি কর্মকর্তারা জানান, এই সনদ অর্জনের মাধ্যমে নওগাঁর আম রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের সুনাম আরও বাড়বে। অনুষ্ঠানে সনদ প্রদানের সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) নওগাঁর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মোছা. শাপলা খাতুন, ডিএইডিডি অফিসের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো....