পটুয়াখালীর দশমিনায় সরকারের বিভিন্ন ত্রাণ কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগে বৈষম্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন সরকারি দপ্তরে যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা থাকতেও স্বনজপ্রীতির মাধ্যমে একই দপ্তর থেকেই চারজনকে নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার হিসেবে। এতে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মাঝে। রাজস্ব খাতের কর্মকর্তা থাকতেও প্রকল্প নিয়োগ পাওয়া ব্যক্তিদেরও ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৎভাবে কাজ করায় এক কর্মকর্তাকে ট্যাগ অফিসারের পদ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগও রয়েছে। সূত্র জানায়, জিআর, ভিজিএফ, ভিজিডি, খাদ্যবান্ধব কর্মসূচি, মৎস্য ভিজিএফসহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম তদারকির জন্য গত ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) থেকে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বহরমপুর ইউনিয়নে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কেএম জাহিদ হাসান, রনগোপালদী ইউনিয়নে সহকারি শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন (সম্প্রতি বদলি হয়েছেন) ও...