কুমিল্লার চান্দিনায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই শ্লোগানে ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামী করে থানায় মামলা দায়ের করেছে চান্দিনা থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনের পশ্চিম পাশে আওয়ামী লীগের ব্যানার হাতে ঝটিকা মিছিল করে বেশ কিছু নেতা-কর্মী। ওই ঘটনায় রাতে আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনিছুল হক। পুলিশ সূত্রে জানা যায়- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীরা সরকার বিরোধী মিছিল ও শ্লোগান দিয়ে অপরাধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘ্ন করে সরকারের প্রতি জনমনে ঘৃনা ও আতংক সৃষ্টি করার অপরাধ করে তারা। ওই অপরাধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী...