টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসদরের পোষ্টকামুরী খালপাড়ায় এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারে চায়ের দোকান চালাতেন। পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরতে যান ফালু মিয়া। একপর্যায়ে জাল কচুরিপানায় আটকে গেলে তিনি পানিতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে উদ্ধার...