সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বাহিনীর নির্যাতন, দখলদারিত্ব ও নানা অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মঙ্গলবার উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামবাসী এ কর্মসূচি পালন করেন। এ গ্রামের বাসিন্দা আকমল হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। বেলা ১১টার দিকে গ্রামের পাশের পূর্ণিমাগাঁতী-উল্লাপাড়া সড়কে মাগুড়াডাঙ্গা গ্রামবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গৃহবধূ আয়শা সিদ্দিকা ও ট্রাক ডাইভার আব্দুল আজিজ। তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আকমল ব্যক্তিগতভাবে এবং তার নিজস্ব বাহিনী দিয়ে গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার লোকজনের জমি দখল, ছোট-খাটো ঘটনায় গ্রামের লোকজনকে মারপিট, দোকনপাট দখলসহ নানা অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি আত্মগোপনে যান। পালিয়ে থেকে এখনও তার বাহিনী দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এতে মাগুড়া ডাঙ্গা গ্রামবাসী অতিষ্ঠ...