ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে একটি স্থিতিশীল, ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে দাঁড়াবে এবং এই অংশীদারিত্বে দুই দেশের জনগণই হবে মূল অংশীদার। ভারতীয় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২০২৫ সালের কোর্স অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। হাইকমিশনার বলেন, ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারে। তিনি ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে বলেন, বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব...