মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা এসপি মো. তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। গভীর উদ্বেগ প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, ‘সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে একটি চক্র ওই পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের ওপর ক্ষুব্ধ হয়। এরই জেরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় সাংবাদিক সাগরকে আসামি করে হয়রানির অপচেষ্টা চলছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমরা মনে করি। ’ এছাড়া সম্প্রতি পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের পাটগ্রাম প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকাল পত্রিকার প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামি করা হয়েছে। স্মারকলিপিতে তিন সাংবাদিক ‘সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে’ উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার...