পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সাপ নিয়ে হাসপাতালে এলেন এক বৃদ্ধা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় ঘরে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে ছোবলের শিকার হন সুমিত্রা রানী (৬০)। এ দিন বিকেলে কামড়ানো সাপ নিয়ে দেবী গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ছেলেসহ সুমিত্রা।সুমিত্রা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্ৰামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, ‘দুপুরে মা ঘরের কাজ করতেছিলেন। এ সময় একটি বয়াম পরিস্কার করার সময় সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বোয়ামে সাপটিকে ভর্তি করে মাকে সাথে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা এখন মায়ের চিকিৎসা করছেন।’এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকেল সাড়ে চারটায় একটি...